• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ৪শ প্রতিবন্ধী,দৃষ্টিপ্রতিবন্ধী,তৃতীয় লিঙ্গের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত মে ৫, ২০২১
সুনামগঞ্জে ৪শ প্রতিবন্ধী,দৃষ্টিপ্রতিবন্ধী,তৃতীয় লিঙ্গের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ
লতিফুর রহমান  রাজু, সুনামগঞ্জ: ৫ মে  সকাল ১০ টায়  সুনামগঞ্জ জেলার ৪০০ জন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে ১০ কেজি চাল এবং নগদ ৫০০/- (পাঁচশত) টাকা উপহার হিসেবে বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন; উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; মেয়র, সুনামগঞ্জ পৌরসভা  নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী  অতিরিক্তজেলা প্রশাসক  রাজস্ব   মোহাম্মদ  জসীম  উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার  মো: জয়নাল আবেদীন  সমাজসেবা অধিদপ্তরেরর উপ-পরিচালক  সুচিত্রা রায় , সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর  রহমান  রাজু ,      জেলা তথ্য অফিসার আব্দুল  ছাত্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ ৫০০/- টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
এর আগে আরো ৭৫০ জন পরিবারের সদস্যদের জন্য প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করেন। এছাড়াও জেলার ১১ উপজেলার দুই হাজার পরিবার কে উপহার বিতরণ করেন।