• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিকাশে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৩৬ লাখ পরিবার

bilatbanglanews.com
প্রকাশিত মে ৫, ২০২১
বিকাশে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৩৬ লাখ পরিবার

 

বিবিএন নিউজ ডেস্ক ::করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারের জন্য গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে এই অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় ১০ লাখ উপকারভোগীর কাছে এই অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশ। আগামী তিনদিনের মধ্যেই তাদের বিকাশ অ্যাকাউন্টে এ অর্থ পৌঁছে যাবে।

প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবে।