• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৩০ কোটি ডলার বিনিয়োগে বৃটেনে টিকা তৈরি করবেন সেরাম কর্ণধার

bilatbanglanews.com
প্রকাশিত মে ৪, ২০২১
৩০ কোটি ডলার বিনিয়োগে বৃটেনে টিকা তৈরি করবেন সেরাম কর্ণধার

বিবিএন নিউজ ডেস্ক: টিকা উৎপাদনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আধার পুনাওয়ালা বৃটেনে বিনিয়োগ করবেন কমপক্ষে ৩০ কোটি ডলার। সোমবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বৃটিশ স্থাপনায় সেরাম বিনিয়োগ করবে। এমনকি ভবিষ্যতে তারা বৃটেনে টিকা উৎপাদন করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরো বলা হয়, বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে বলা হয়েছে, ৩৩ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করে পুনাওয়ালা যে প্রকল্প হাতে নেবেন তার মধ্যে একটি সেলস অফিস, ক্লিনিক্যাল ট্রায়াল, গবেষণা, উন্নয়ন এবং সম্ভাব্য টিকা উৎপাদন করা হবে। বর্তমানে আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউট। তারাই কম দামে অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে। উল্লেখ, বৃটেনে এরই মধ্যে নাকের মাধ্যমে প্রয়োগ করা হয় এমন একটি টিকার প্রথম ডোজের পরীক্ষা করছে সেরাম।

ডাউনিং স্ট্রিট বলেছে, এই টিকা প্রস্ততকারকের পরিকল্পনা হলো বৃটেনে বাণিজ্যিক প্যাকেজ এবং বিনিয়োগ বৃদ্ধি করা। এর আকার হতে পারে ১০০ কোটি ডলার। এর ফলে কমপক্ষে ৬৫০০ মানুষের কর্মসংস্থান হবে। মঙ্গলবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চ্যুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে। তার আগেই বৃটেন থেকে এই ঘোষণা দেয়া হলো।(জনমত)