• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ১৪ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত মে ৪, ২০২১
সুনামগঞ্জ সীমান্তে ১৪ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ডুলুরা বিওপির টহল দল  বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদী হতে ১টি কাঠের নৌকা এবং ১টি ড্রেজার মেশিনসহ আনুষংগিক সরঞ্জামাদি আটক করে, যার আনুমানিক মূল্য ২,৪২,০০০/- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ৪  তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া নামক স্থান হতে ১৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৮,২০০/- টাকা।

চারাগাঁও বিওপির টহল দল  তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৮,০০০/- টাকা।

বনগাঁও বিওপির টহল দল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রংগারচর ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ৬০০০ পিস ভারতীয় স্কীন সাইন ক্রিম এবং ৯৬ পিস কসমেটিকস আইটেম (পাতেঞ্জলি জেল) আটক করে, যার আনুমানিক মূল্য ১০,৯৫,৩৬০/- টাকা।সর্বমোট  মূল্য ১৩,৭৩,৫৬০/- টাকা ।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় কয়লা, স্কীন সাইন ক্রিম, পাতেঞ্জলি জেল, কাঠের নৌকা ও ড্রেজার মেশিনসহ আনুষংগিক সরঞ্জামাদি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান

পিএসসি।