• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সরকারের কোন টাকা যেন অপচয় না হয় সেদিকে সবাই কে সজাগ থাকতে হবে -জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩, ২০২১
সরকারের কোন টাকা যেন অপচয় না হয় সেদিকে সবাই কে সজাগ থাকতে হবে -জেলা প্রশাসক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ যতটুকু যে কাজ করেছেন ঠিক ততটুকুই বিল পরিশোধ করা হবে। এর বেশি দেয়া সম্ভব নয়। সরকারী কোন টাকা অপচয় হোক সে বিষয়ে সবাই কে সজাগ থাকার ও আহ্বান জানান তিনি। আগামীতে প্রি ওয়ার্ক
এর মধ্য দিয়েই আরো সঠিক ভাবে যাতে কোন   অপ্রয়োজনীয় বাধেঁর কাজ না হয় তার জন্য ও ব্যাবস্থা নেয়ার ও আহ্বান জানান।
৩ মে  বিকাল ৪ টায়   সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২০- ২১ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭এর আলোকে গঠিত কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১  মোহাম্মদ সবিবুর রহমান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সকল ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের এসও গণ।
প্রসঙ্গত: এ বছর সুনামগঞ্জ জেলায় মোট ৮১০টি পিআইসি ,১৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ করা হয়। যার ব্যয় ধরা হয় ১৩৬কোটি টাকা । ইতিমধ্যেই ৮২ কোটি ৫৩ লক্ষ টাকা ছাড় হয়েছে। শতকরা ৫০%ভাগ।  বাকী টাকাও যথা সময়ে ছাড় হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট গণ।