বিবিএন নিউজ ডেস্ক :: ছাতক উপজেলার সমাজসেবক ডা. গোলাম মন্তকার জ্যেষ্ঠ পুত্র যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর গোলাম জিলানী মাহবুব পাপলু’র পক্ষ থেকে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার ছাতক ইউনিয়নের মল্লিকপুর গ্রামে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিংচাপইড় আলিয়া মাদ্রাসার শিক্ষক গোলাম গৌছ, মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফ আহমেদ, ছাতক ইউনিয়ন পরিষদের সদস্য মুহিবুর রহমান, এলাকার মুরব্বী বশির মিয়া ও মুজিব আহমেদ প্রমুখ।