বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনার দ্বিতীয় তরঙ্গে অন্যান্য জাতি গোষ্ঠীর চেয়ে দক্ষিণ এশিয়ান সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে রয়েছেন, বাংলাদেশী, ভারতীয় এবং পাকিস্তানী সম্প্রদায়। একটি গবেষণা সূত্রে বিবিসি শনিবার এই সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ১৭ মিলিয়ন মানুষের উপর সমীক্ষা চালু হয়। এতে দেখা যায় করোনার প্রথম তরঙ্গে সকল জাতি গোষ্ঠির মানুষ কমবেশি ক্ষতিগ্রস্থ হলে ২য় তরঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ।
সাদা জনগোষ্ঠির তুলনায় ভারতীয়, পাকিস্থানী এবং বাংলাদেশী সম্প্রদায়ের মানুষকে সবচেয়ে বেশি হাসপাতালে যেতে হয়েছে এবং মৃত্যুবরণও করতে হয়েছে।
এদিকে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন, গত ৭ দিনে গড় আক্রান্তের সংখ্যা ছিলো ২ হাজার ১৯৪ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪৫১ জন।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৭। আর গত ৭দিনে গড় মৃত্যু হয়েছে ১৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৫২৪ জনে।(ওয়ানবাংলা)