• ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিকৃষ্টতম সাংবাদিকতা থেকে উদ্ধার চাই:নাঈমুল ইসলাম খান

bilatbanglanews.com
প্রকাশিত মে ১, ২০২১
নিকৃষ্টতম সাংবাদিকতা থেকে উদ্ধার চাই:নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খান: [১] বাংলাদেশের সাংবাদিকতা অতি সম্প্রতি নোংরামির এক গভীর তলে পৌঁছেছে। এর জন্য নিজেকেও ভীষণ অপরাধী লাগছে, খুব লজ্জা লাগছে, ঘেন্না হচ্ছে। সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। মৃত মুনিয়ার কাছে, মুনিয়ার বোন তানিয়ার কাছেও।

[২] দেশ রুপান্তর এবং সময়ের আলো করেছে ক্ষমার অযোগ্য অপরাধ। বসুন্ধরা গ্রুপের সংবাদপত্র যে এই বিষয়ে কিছুই লিখছেনা, সেটা বরং অনেক ভালো।

[৩] বাংলাদেশের সাংবাদিকতাকে এই জঘন্য খাদ থেকে উদ্ধার করতে হবে আমাদেরই। এটা আমাদেরই দায়।