বিবিএন নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে গালাগাল ও অশ্রাব্য ভাষায় আক্রমনের তীব্র সমালোচনা চলছে সারাদেশে। সমালোচনার ঝড় বইছে বহির্বিশ্বেও।এমন গালাগালে আওয়ামী বিরোধী রাজনীতীবীদরাও কিংকর্তব্যবিমুড়!
এ অবস্থায় ক্ষুব্ধ সিলেটের আওয়ামী ঘরানার নেতাকর্মীরা।তারা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের দক্ষিন সুরমার বাড়িতে হামলা চালিয়েছে। অবশ্য তাদের সাথে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ।
আজ বুধবার (২৭এপ্রিল) ভোরের দিকে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রায় আড়াইশ’ জনের একদল বিক্ষুব্দ মানুষ হামলা চালিয়ে বাড়িতে ভাংচুর করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হননি।
অকথ্য ভাষায় তার এমনসব গালাগাল এবং মিথ্যা-বানোয়াট মন্তব্যে ক্ষোভের আগুনে ফুঁসছিলেন সিলেটেসহ দেশ বিদেশে আওয়ামী ঘরানার রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন সিলেটবাসী।এর আগেও তিনি বিভিন্ন টকশোতে এমন ঘটনা ঘটান।
বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছিল। তারই এক পর্যায়ে দক্ষিন সুরমার তেতলি গ্রামে মালেকের বাড়িতে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ হওয়া লোকজন চলে যান।