বিবিএন নিউজ ডেস্ক: ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব ও বিলাসবহুল গলফ রিসোর্টের মালিক এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি। এজন্য তাকে খরচ করতে হয়েছে ৫৯২ কোটি রুপি। ৩০০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই ক্লাব।
জেমস বন্ড সিরিজের গোল্ডফিঙ্গার (১৯৬৪) ও টুমরো নেভার ডাই (১৯৯৭) সিনেমার শুটিং হয়েছিল এই স্টোক পার্কে।
যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে বিলাসবহুল হোটেল ও গলফ কোর্স রিলায়েন্সের কনজিউমার অ্যান্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হলো বলে জানিয়েছে সংস্থাটি।
ব্রিটিশ কান্ট্রি ক্লাবের ভেতরে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা, খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গলফ কোর্স রয়েছে। স্টোক পার্কে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭ গর্তের গলফ কোর্স ছাড়াও ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান রয়েছে। ১৯০৮ সাল পর্যন্ত ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার করা হতো স্টোক পার্ক।
এর আগে ২০১৩ সালে খেলনা প্রস্তুতকারক ব্রিটিশ কোম্পানি হ্যামলেস কিনে নিয়েছিলেন মুকেশ আম্বানি।তথ্যসূত্র: জি নিউজ