• ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিশুদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাজ্যের আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
শিশুদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাজ্যের আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা

বিবিএন নিউজ ডেস্ক:  লাখ লাখ শিশুর তথ্য চুরির অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে যুক্তরাজ্যের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শিশুদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গোপনে সংরক্ষণ করেছে টিকটক।

এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের শিশুবিষয়ক কমিশনার। ১৩ বছরের নিচের এসব শিশুরা বেশির ভাগই যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর।

বিবিসি জানায়, শিশুদের তথ্য চুরির বিষয়ে কিছুই জানে না ভুক্তভোগীর পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনি চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

অন্যদিকে, টিকটকে যারা সহিংসতা বা বিদ্বেষমূলক ভিডিও ছড়াবে তাদের আইডি নিষিদ্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।