• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

রানের পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
রানের পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

বিবিএন স্পোর্টস ডেস্ক: প্রায় ৬ সেশন টাইগার ব্যাটসম্যানদের দাপট দেখলো শ্রীলঙ্কা। ক্যান্ডি টেস্টে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৭ উইকেটে ৫৪১ রান তোলার পর অধিনায়ক মুমিনুল হক ঘোষণা করেন প্রথম ইনিংস।

পাল্লেকেলেতে শুক্রবার তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাট করেছে ১৮ ওভার। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা বাংলাদেশ তৃতীয় দিনের প্রথম সেশনে উইকেট হারায় ৩টি। স্কোরবোর্ডে যোগ হয় আরো ৬৭ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও লিটন দাস তুলে নেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেয়ার পরই সাজঘরের পথ ধরেন লিটন (৫০ রান)। ২৩তম টেস্ট ফিফটির দেখা পাওয়া মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রানে।

এর আগে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত (১৬৩ রান) ও মুমিনুল হক (১২৭ রান)। শান্ত তুলে নেন তার প্রথম টেস্ট সেঞ্চুরি, অন্যদিকে দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান মুমিনুল। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯০ রান। ৯৬ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে লঙ্কানদের সেরা বোলার বিশ্ব ফার্নান্দো।