• ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর

বিনোদন ডেস্ক: গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তারকা দম্পতি নায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন।

এরপর গত ১৭ এপ্রিল তারা দ্বিতীয় ডোজটি নেন। পরদিন ১৮ এপ্রিল জানতে পারেন, করোনা পজিটিভ আলমগীর! একই দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই নায়ক-নির্মাতা।

বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিণী রুনা লায়লা ও সন্তান আঁখি আলমগীর।

রুনা লায়লা বলেন, ‌‘উনি করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো ও আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’

এদিকে, বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি।