• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এমপি মানিকের সাথে নব গঠিত দোয়ারাবাজার সমিতির সাক্ষাৎ

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১
এমপি মানিকের সাথে নব গঠিত দোয়ারাবাজার সমিতির সাক্ষাৎ

বিবিএন নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে মঙ্গলবার রাতে সিলেটে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব গঠিত দোয়ারাবাজার সমিতি সিলেটের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এসময় নব গঠিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, সিনিয়র সহ সভাপতি মহিতোষ মজুমদার বসু, সহ সভাপতি সফিকুল ইসলাম সফিক, মোহন লাল দাস (মৃদুল), মোহাম্মদ জাবেদ নকীব, সাধারণ সম্পাদক মো. ছায়াদ আহমদ এডভোকেট, যুগ্ম সম্পাদক মো. ইছমাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।

এসময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আমি আশা করি নব গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবে। তিনি মনে করেন অত্র সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন তরান্বিত হবে ও যে কোন সময়ে সমিতির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।