• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতক থানায় হেফাজতের হামলা: ৯ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১
ছাতক থানায় হেফাজতের হামলা: ৯ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

ছাতক প্রতিনিধি: হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সমর্থকদের হামলায় ছাতক থানার সেবা চত্বর ভাঙচুর ও পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ৯ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন, জয়নাল আবেদীন (২৮), রাজন আহমদ (২৬), একরাম হোসেন (২২), সামছুদ্দিন (২৩), সুমন আহমদ (২০), আলী হোসেন (২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), জনি আহমদ (১৯) ও আবুল হোসেন (৩০)।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাতে নারীসহ মামুনুল হক রিসোর্টে আটক হয়। ওই ঘটনার জের ধরে ছাতকে তার অনুসারীরা ব্যাপক বিক্ষোভ মিছিল করে। শনিবার সন্ধ্যার পর মিছিলে মিছিলে উত্তাল ছিলো শহর। বিক্ষোভ মিছিল শেষে ছাতক থানায় হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। হামলায় থানার সেবা চত্বর ভাঙচুর করা হয়। এর আগে মিছিলকারীদের হামলায় চারজন পুলিশ সদস্য আহত হন। এসময় হেফাজতে ইসলামের ৯ জনকে আটক করে পুলিশ। ওই সময় মিছিলকারী ও পুলিশের মধ্যে শহরের ট্রাফিক পয়েন্ট ও গণেশপুর খেয়াঘাট এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৪ পুলিশ, হেফাজতকর্মী ও পথচারী সহ অন্তত ২০ জন লোক আহত হয়েছে। ঘটনার সময় শহরের কয়েকটি দোকানপাটেও ভাংচুর চালায় হেফাজত কর্মীরা। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরো ৯০০ জনকে আসামি করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য হামলাকারীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।