• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে ইউরোপে

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে ইউরোপে

বিবিএন নিউজ ডেস্ক : ইউরোপে প্রতি মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন ১৬০ জন। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন তথ্য জানালেন সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যানস ক্লু।

ড. হ্যানস ক্লু জানান, বর্তমানে মহাদেশটিতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। গণমাধ্যমকে দেয়া এমন তথ্যে তিনি বলেন, ইউরোপে করোনা পরিস্থিতি আসলেই ভয়াবহ। মহাদেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ এ রোগে প্রাণ হারিয়েছেন। এখনো প্রতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৬ লাখ মানুষ। তিনি আরো জানান, শুধুমাত্র ৮০ বছরের ওপরের বয়সের মানুষের মধ্যে করোনার সংক্রমণের হার কমছে। তবে ভ্যাকসিন কাজ করছে এমন আভাসও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত: করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে আছে ফ্রান্স। এরইমধ্যে এক বছর আগেকার অবস্থায় পৌঁছে গেছে দেশটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, প্রতি ১০ লাখে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের হিসেবে প্রথম ১০ দেশের ৭টিই ইউরোপের।