• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল বুধবার

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২১
দেশের আকাশে রমজানের  চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল বুধবার
ঢাকাঃ পবিত্র রমজান মাসের ১৪৪২ হিজরি সনের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে রোজা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হচ্ছে রোজার আনুষ্ঠানিকতা। এশার নামাজের পর তারাবি পড়বেন রোজাদাররা। শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন তারা। তবে করোনা মহামারি কারণে অনেকটা ঘরবন্দি অবস্থায় এবার শুরু হচ্ছে রোজা। আগামীকাল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে।

ফলে ওয়াক্তের নামাজসহ তারাবির জামাতে ২০ জনের বেশি মুসল্লি অংশগ্রহণে রয়েছে নিষেধাজ্ঞা।