• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১২, ২০২১
ছাতকে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

 

বিবিএন নিউজ ডেস্ক: ছাতকে সড়ক দূর্ঘটনায় রেনু ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (খালপাড়) গ্রামের রাহিম উদ্দিনের ছেলে ও ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। রোববার দিবাগত রাত ১১টার দিকে কালারুকা বাজার থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালপাড় ব্রীজ থেকে নিচে পরে মারাত্মক আহত হয় সে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।