লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন ও তার স্ত্রী ব্যারিস্টার ফারজানা শীলার রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলার শাাখা রউদ্যোগে দোয়া মাহ ফিলের আয়োজন করা হয়। শহরের দেওয়ান বাড়ী জামে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। উপস্থিত ছিলেন হাছননগর জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল কবীর রুমেন যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন সাংপঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ শিল্প ও বানিজ্য সম্পাদক ইমদাদ রেজা কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম ত্রান সম্পাদক আবু নাসের দপ্তর সম্পাদক আ্যডভোকেট উজ্জল আ্যডভোকেট আজাদ শামীম আখন্জি জমিরুল হক পৌরব এম এ আরমান রুয়েল সবুজ সহ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সহ অনেক সাধারন মানুষ।
শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকেও গতকাল এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি এম এ আরমান ।