• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় বিড়ি, পাথর, কয়লা  এবং মদ আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানাযায়, আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টায়  টেকেরঘাট বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে  তাহিরপুর উপজেলার  উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুঙ্গাছড়া নামক স্থান থেকে ২ হাজার ৪০০  কেজি কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৩১ হাজার ২০০ টাকা।
একই দিনে লাউরগড় বিওপির একটি টহল দল রাত সাড়ে ৩ টার সময় অভিযান চালিয়ে  তাহিরপুর উপজেলার  বাধাঘাট ইউনিয়নের শাহিদাবাদ নামক স্থান হতে ১০০ ফুট ভারতীয় পাথর আটক করে, যার মূল্য ১২ হাজর টাকা।
বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির একটি টহল দল   বিশ্বম্ভরপুর উপজেলার  ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২১,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে।  যার মূল্য ৩৫ হাজার ৭০০টাকা।
ডলুরা বিওপির একটি টহল দল  একই    উপজেলার    শলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদী নামক স্থান হতে ৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন পরিচালক (অধিনায়ক) লে: কর্ণেল তসলিম এহসান, পিএসসি বলেন, আটককৃত ভারতীয় বিড়ি, পাথর, কয়লা শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।