• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সোশ্যাল মিডিয়ায় মামুনুল হক গ্রেফতারের গুঞ্জন!

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
সোশ্যাল মিডিয়ায় মামুনুল হক গ্রেফতারের গুঞ্জন!

বিবিএন নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে।

বুধবার (৭ এপ্রিল) রাত ১২টার পর রাজধানীর মোহাম্মদপুর মাদ্রাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয় নি। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা সিকদারের ভেরিফাই ফেসবুক একাউন্টের টাইমলাইনে মামুনুল হককে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক যেকোনো সময় গ্রেফতার হতে পারেন। গত কয়েকদিনে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এরপর থেকে তাকে নজরদারিতে রেখেছে পুলিশ ও র‌্যাব। পাশাপাশি সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও মামুনুল হকের গতিবিধি নজরদারি করছেন।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মামুনুল হককে গ্রেফতারে পদক্ষেপ নেয়া হবে। মামলা হয়েছে। শর্ট টাইমের মধ্যে আমরা গ্রেফতার অভিযান চালাব। আবার আসামিকে গ্রেফতারে সময় লাগতে পারে, খুঁজতে হবে, আসামী কোন ঠিকানায় আছেন তা জানতে হবে। তবে আমাদের সব ধরনের তৎপরতা চলছে।