• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু করোনায় আক্রান্ত আইসিইউতে ভর্তি

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু করোনায় আক্রান্ত  আইসিইউতে ভর্তি

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। মঙ্গলবার (৬ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কয়েক দিন আগে আব্দুল মতিন খসরু করোনা ভাইরাসে আক্রান্ত হন।তখন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা নেগেটিভ এসেছে।কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

 

অ্যাডভোকেট মো. মহিন আরও জানান, আইসিইউতে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।