• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রিসোর্টের ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে ৩ মামলা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
রিসোর্টের ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে ৩ মামলা

বিবিএন নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলায় আরো ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেন, গতকাল রাতে (মঙ্গলবার) তিনটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ ছাড়া সাংবাদিক বাদী হয়ে একটি মামলা করেছে।