• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দানকারী যুবলীগ নেতা এমাদ জামিনে মুক্ত 

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দানকারী যুবলীগ নেতা এমাদ জামিনে মুক্ত 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতা  সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফেইসবুক স্ট্যাটাসএ এক নারীর ছবি-সংবলিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে আপত্তিকর মন্তব্য করায়  সেই যুবলীগ নেতাকে আটক করে তাহিরপুর থানা পুলিশ    আদালতে সোপর্দ করে।  আটককৃত
এমাদ আহমেদ জয় বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে।রোববার (৪ এপ্রিল) ২ টার দিকে  তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।

সোমবার সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের প্রচেষ্টায় আদালত থেকে জামিনে মুক্ত করা হয় । আদালত থেকে জামিন মঞ্জুর হয়ে বের হওয়ার পর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু,তাহিরপুর যুবলীগের নেতা রিপন আহমদ,    সামায়ুন কবির, তাহিরপুর ছাত্রলীগ নেতা রাহাত হায়দার সহ নেতাকর্মীগন পুষ্প মাল্য দিয়ে বরণ করেন। যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।