• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের নর্থামটনের মেয়র হ‌লেন সি‌লে‌টের রু‌ফিয়া

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২, ২০২১
যুক্তরাজ্যের নর্থামটনের মেয়র হ‌লেন সি‌লে‌টের রু‌ফিয়া

বিবিএন নিউজ ডেস্ক:ব্রিটেনের নর্থামটন সি‌টি কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত হ‌য়ে‌ছেন রুফিয়া আশরাফ। এর আগে তি‌নি গত বছর এ বারার ডেপু‌টি মেয়র নির্বা‌চিত হন।

লেবার পা‌র্টির কাউন্সিলর রু‌ফিয়া ব্যক্তিগত জীব‌নে তিন সন্তা‌নের জননী। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে তি‌নি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

রুফিয়া আশরাফ ব‌লেন, তার জন্ম ও বে‌ড়ে উঠা ব্রিটে‌নে। তিনি পেশায় একজন সমাজকর্মী। রুফিয়ার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের গোয়ালাবাজার। রু‌ফিয়া ব‌লেন, আমি এ কাউন্সি‌লের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র হি‌সে‌বে গ‌র্বিত। তি‌নি সবার দোয়া ও সহযোগিতা চে‌য়ে‌ছেন।