• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বোরো ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন 

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
সুনামগঞ্জে বোরো ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের হাওরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরের দক্ষিণ পাড়ে পাগলা বাজারের পশ্চিম দিকে হাইব্রীড ১২০৪ জাতের ৩০ কেদার জমির ধান কাটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত  মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি ।
ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে  কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সরকার কৃষকদের জন্য ও বোরো ফসলের জন্য অতিরিক্ত প্রণোদনা দিয়েছে৷ কম সময়ে কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য হাইব্রিড ধান চাষাবাদ করতে উৎসাহিত করেছে। হাইব্রিড ধান চাষাবাদ করায় আগাম কর্তন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি ফসলের ঝুঁকি কমেছে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ আসাদুল্লাহ।
বোরো ধান কাটার উদ্বোধন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের হাওরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে জমিতে ধান কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক  দিলীপ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  মোঃ সাবিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  জেবুন নাহার শাম্মী, সহকারী কমিশনার (ভূমি)  সুনন্দা রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মারুফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ আবুল কালাম ও জমির মালিক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল হেকিম, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভার পর কাস্তে দিয়ে বোরে ধান কর্তন করেন জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক  দিলীপ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ফরিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্যরা।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে এবার ২  লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়।যা গতবারের চেয়ে ৪ হাজার হেক্টর বেশী। গতবারের চেয়ে এবার ২০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষাবাদ হয়েছে। এবার উৎপাদন লক্ষ্য মাত্রা চালে নির্ধারণ হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার মেট্রিক টন।