• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকের ৩ টি ইউনিয়নসহ দেশের ৩৭১ টি ইউনিয়নের নির্বাচন স্থগিত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
ছাতকের ৩ টি ইউনিয়নসহ দেশের ৩৭১ টি ইউনিয়নের নির্বাচন স্থগিত

 

বিবিএন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে ১১ এপ্রিলের স্থানীয় সরকার বিভাগের ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ১১ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। একইদিনে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বিকেল ৩টা থেকে ইসির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। গত ৩ মার্চ নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে ১১ পৌরসভা এবং ৩৭১ ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চন ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাও, সিংচাপইড় ও নোয়ারাই ইউনিয়ন রয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল ২৪ মার্চ। নির্বাচনী প্রস্তুতি শেষে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা যখন নির্বাচনী মাঠে তখন করোনার কারণে সারাদেশের চলমান সব নির্বাচন স্থগিত করা হয়েছে। ছাতক উপজেলার ৩ টি ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান, নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিং থেকে নির্বাচন স্থগিতের বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো আদেশ এখনো তার কাছে পৌছায় নি।