লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:৩১ মার্চ, সন্ধ্যা ০৭: টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মোঃ শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা রাশেদ ইকবাল চৌধুরী, তাহির পুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বমভর পুর উপজেলার চেয়ারম্যান সফর উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক আবু মোহাম্মদ ছিদদিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা বাস মালিক সমিতির সভাাপতি মোজাম্মেল হক, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান,পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান রায়,

জেলা সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী দুই সপ্তাহ সব ধরনের সভা সমাবেশ, ধর্মীয় উৎসব, বিয়ে সহ বন্ধ থাকার নির্দেশ দেন। তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার শাহ আরেফিনের ওরস এবং বারুনী স্নান বন্ধের সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কাল থেকে অভিযান চালানোর ও সিদ্ধান্ত হয়। সবাই কে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।