• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টিন বিধি ভঙ্গ করায় দুই লন্ডন প্রবাসী কারাগারে

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৩০, ২০২১
কোয়ারেন্টিন বিধি ভঙ্গ করায় দুই লন্ডন প্রবাসী কারাগারে

 

বিবিএন নিউজ ডেস্ক: সিলেটে হোটেল কোয়ারেন্টিনের বিধি ভঙ্গ করায় দুই লন্ডনপ্রবাসীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত দশটায় সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। পাশাপাশি তাদেরকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রদানের পর তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই প্রবাসী হোটেল স্টার প্যাসিফিকে ছিলেন।

পুলিশ জানায়, গত ২২ শে মার্চ আব্দুর নুর ও আলম হাসান রফি নামে দুই প্রবাসী সিলেটে এসেছিলেন। নিয়ম অনুযায়ী তাদেরকে হোটেলে পাঠানো হয়েছিল। মঙ্গলবার হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে তারা বাড়িতে চলে যান। যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। তারা হোটেলে ফিরে এলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই শাস্তি দেয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া বিএম আশরাফুল্লাহ তাহের জানিয়েছেন- ওই দুই প্রবাসীকে সাজা ভোগের জন্য সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে৷ ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে।(দৈনিক মানবজমিন )