বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৬৫৪ জন। গতকাল রবিবার ছিলো ৩,৮৬২ জন, শনিবার ছিলো ৪,৭১৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ২৩ জন। গতকাল রবিবার ছিলো ১৯ জন, শনিবার ছিলো ৫৮ জন, শুক্রবার ছিলো ৭০ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৫৬০ জন।(ওয়ানবাংলা)
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৮২৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৭৪ হাজার ২৬৬ জন।