• ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রমজান, ১৪৪৬ হিজরি

অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে:মিলন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে:মিলন

অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে
গণ

বিবিএন নিউজ ডেস্ক: স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাতক-দোয়ারা বিএনপির উদ্যোগে হকনগর-বাশতলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মরহুম এমএ হক (এমএনএ) সহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়েছে। শনিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে হকনগর-বাশতলা স্মৃতি সৌধে পৌছেন ছাতক-দোয়ারা বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে আনুষ্ঠানিকভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু’র সভাপতিত্বে স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশে বর্তমানে চলছে অস্থিতিশীল অবস্থা। স্বাধীনতার এ সুবর্নজয়ন্তীতে দেশে রক্তের হোলি খেলা চালিয়ে যাচ্ছে সরকার। অনির্বাচিত সরকারের কারণেই স্বাধীনতার আনন্দ ম্লান হচ্ছে দেশবাসীর কাছে। তিনি বলেন, অনির্বাচিত এ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খছরু, সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বাকি বিল্লাহ সহ ছাতক-দোয়ারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় শামছুর রহমান বাবুল, এনামুল কবির, কয়েছ আহমদ, আলী হোসেন মানিক, আব্দুল মতিন, ফারুক আহমদ, আলী আশরাফ তাহিদ, জগলু মিয়া, এমরান আহমদ, ঝুনু মিয়া, আশরাফ হোসেন, খায়ের উদ্দিন, আবুল হোসেন, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, রিগেন পাশা, লিজন তালুকদার, আব্দুল কাইয়ূম, বিপন খান, ইজাজুল হক রনি, সৈয়দ মেহেদী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতৃবৃন্দ।