• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা নেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা নেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাঃ হেফাজতের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের পর জানমাল রক্ষার্থে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না করলে প্রয়োজনীয়ে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়ানো হচ্ছে। রাষ্ট্রে নাশকতার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, হেফাজতের পেছন থেকে অন্য কেউ উস্কানি দিচ্ছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সাথে এগুলো পর্যবেক্ষণ করছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শিগগিরই এই নৃশংসতা বন্ধ না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

এসব থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না হলে আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন আরো ক্ষতিগ্রস্ত না হন, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, এই অহেতুক অবস্থা তৈরি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা ও জানমালের ক্ষয়ক্ষতি করা কারো কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ক্ষতিকর কাজের সাথে যারা জড়িত, তাদের সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’