• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তর”শীর্ষক আলোচনা সভা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তর”শীর্ষক আলোচনা সভা
.লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:২৭ মার্চ  সকাল ১১ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তর” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বিপিএম, জেলা পরিষদ  চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, ; ডা: শামস উদ্দিন, সিভিল সার্জন,  মোঃ ফরিদুল হাসান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,  মোঃ নজরুল ইসলাম, সভাপতি, জেলা আইনজীবি সমিতি, ;  মোঃ আবুল কালাম, সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ, এ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদ, এ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু,  প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপ-সচিব) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার আসিফ আল জিনাত।
বক্তারা বলেন শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা দিয়েছেন উন্নয়ন।  তাই আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদার অধিকারী হয়েছে এটি আমাদের জন্য গর্বের। সবাই মিলে দেশ টাকে আরো এগিয়ে নেয়ার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার ও আহ্বান জানান বক্তরা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এসে শেষ হয় এবং বেলুন ও কবুতর উড়িয়ে উন্নয়ন মেলার   শুভ উদ্বোধন  করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।