• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২১
ছাতকে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে হেফজতে ইসলামের উদ্যোগে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বিচারে পুলিশের গুলিতে হেফাজতের ৭জন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ছাতকের উদ্যোগে শনিবার বিকেলে ছাতক পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা শায়েখ আবদুল হান্নান। ফারুক আহমেদ জাবেদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবদুল কাদির, মাওলানা আকতার হোসেন আতিক, মাওলানা দীন মোহাম্মদ, মাওলানা সোলাইমান আহমদ। এদিকে বেলা দুইটায় উপজেলার জাউয়াবাজারে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। বিক্ষোভ মিছিল শেষে বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মাওলানা আবদুস সুবহানের সভাপতিত্বে ও মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবুল খয়ের, মাওলানা খলিল আহমদ, মাওলানা নুরুল ইসলাম, আছাদুর রহমান, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আবদুল ওয়াদুদ, হাফেজ তহুর আহমদ, মাওলানা জহির আহমদ।
অপরদিকে বিকেলে উপজেলার ধারন বাজারে হেফাজতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্ব ও ইমাম উদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসনাত, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আবদুস সামাদ, মুফতি সাদ আহমদ, মাওলানা কবির আহমদ খান, মাওলানা ছাঈদ আহমদ, মাওলানা ইসমাঈল আলী, মাওলানা আবদুল করিম, মাওলানা আবদুর রহমান প্রমুখ। পৃথক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ নির্বিচারে পুলিশের গুলিতে হেফাজতে ইসলামের ৭জন কর্মীকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে অসংখ্য কর্মী ও সমর্থকবৃন্দ। এর প্রতিবাদে ২৮ মার্চ হেফাজতের ডাকা সারা দেশে তারা সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে সকলের প্রতি আহবান জানান।