• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মোদীর সফর কে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষ, ৫৫জন ঢামেকে ভর্তি

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৬, ২০২১
মোদীর সফর কে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষ, ৫৫জন ঢামেকে ভর্তি

বিবি এন নিউজ ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংঘর্ঘের ঘটনায় আহত ৫৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠন। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাও মুসল্লিদের উপর হামলা চালায়। মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তুলে।