বিবি এন নিউজ ঢাকাঃ প্রথমবারের মতো শহিদ মুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত প্রথমধাপের তালিকায় ১৯১ শহিদ বুদ্ধিজীবীর নাম রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংবাদ সম্মেলনে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধার তালিকাও প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করলেও তাদের কোনো তালিকা করতে পারিনি। বিলম্বে হলেও আমরা সে তালিকা করা শুরু করেছি। দেশের প্রখ্যাত গবেষকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটি শহিদ বুদ্ধিজীবীদের সংজ্ঞা নির্ধারণ করেছে। প্রথম ধাপে আমরা ১৯১ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করছি। যাচাইবাছাই শেষে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে।’
এছাড়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করেছে সরকার।
তালিকায় নাম আছে যুদ্ধ পরিচালনা করা স্বাধীন বাংলাদেশ সরকারের চার শীর্ষ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধাদের এই তালিকায় বরিশালের ১২ হাজার ৫৬৩, চট্টগ্রামের ৩০ হাজার ৫৩, ঢাকার ৩৭ হাজার ৪৮৭, ময়মনসিংহের ১০ হাজার ৫৮৮, খুলনার ১৭ হাজার ৬৩০, রাজশাহীর ১৩ হাজার ৮৮৯, রংপুরের ১৫ হাজার ১৫৮ এবং সিলেটের ১০ হাজার ২৬৪ জনের নাম রাখা হয়েছে।