• ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রিন্স চার্লসের অভিনন্দন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৫, ২০২১
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রিন্স চার্লসের অভিনন্দন

বিবিএন নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এই অভিনন্দন জানান। এর আগে রানীও অভিনন্দন জানিয়েচেন।

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নবম দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

ভিডিও বার্তায় প্রিন্স চার্লস বলেন, আমরা সব সময় পরস্পরের অংশীদার থাকবো। তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং ৩০ বছরে ৫০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন হয়েছে। এছাড়া সামাজিক সূচকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাজ্যের ছয় লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্ব পালন করছেন।(জনমত)