লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুইজ, উপস্থিত বিতর্ক এবং র্যালী, উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা উপ কমিটির পৃথক পৃথক সভা ২৪ মার্চ সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আসিফ আল জিনাত,সহকারী কমিশনার জহিরুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম, এডভোকেট রইছ উদ্দিন আহমেদ, সাংবাদিক বিজন সেন রায়,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,পিপি এডভোকেট শাহানা বেগম, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, পিটিআই ভারপ্রাপ্ত সুপার আফতাব উদ্দিন, প্রমুখ। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।