• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শাল্লায় নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৪, ২০২১
শাল্লায় নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

লতিফুররহমানরাজু, সুনামগঞ্জ:শাল্লার নওয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট, মন্দির ও মূর্তি ভাংচুরের ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায়  শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অজয় তালুকদারের পরিচালনায় ও আওয়ামীলীগের সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, কৃষকলীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা বিশ্বজিত চৌধুরী নান্টু, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির প্রমুখ। এসময় বক্তারা বলেন, একটি উগ্রবাদি ও মৌলবাদী সংগঠনের লোকেরা ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সকাল বেলায় নওয়াগাও গ্রামে হিন্দুদের উপর হামলা ও ভাংচুর করে তান্ডব লীলা চালায়। নওয়াগাও গ্রামের হামলার সাথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও রামুর ঘটনার যোগসুত্র রয়েছে। আওয়ামীলীগের সকল উন্নয়নকে নস্যাৎ করার পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে। শাল্লায় যুগযুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ফাটল ধরাতে চায় উগ্রবাদীরা। কি›তু আমরা শেখ হাসিনার সৈনিকেরা হেফাজতিদের এই পরিকল্পনা সফল হতে দেব না। উপজেলা আওয়ামী লীগ ও অংঘসংঘটন নওয়াগাও গ্রামবাসীর পাশে আছি থাকব। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে নওয়াগাও গ্রামবাসীর পক্ষে মামলা পরিচালনার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেড়লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন। প্রয়োজনে মামলা প্রয়োজনার্থে যদি আরো টাকা লাগে উপজেলা আওয়ামীলীগ সবকিছু বহণ করবে।