• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপ কমিটির সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
সুনামগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপ কমিটির সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপ কমিটির সভা ২৩ মার্চ দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন শীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে স্টল ব্যাবস্থাপনা,ভিডিও চিত্র ও উন্নয়ন চিত্র প্রদর্শন সংক্রান্ত উপ কমিটির সভায় উপস্থিত সদস্য গণ হলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, সুনামগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, জেলা তথ্য অফিসার, ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,প্রমুখ
সভায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সার্বিক বিষয় ও প্রস্তুতিমূলক ব্যাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও  কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল আবেদীন, কালচারাল অফিসার চৌধুরী আহমেদ মঞ্জুরুল হক পাভেল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী,প্রমুখ।