• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

 

ছাতক প্রতিনিধি: চাঞ্চল্যকর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, খুন, ডাকাতি সহ মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার সহ বিভিন্ন কার্যক্রমে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম। সিলেট রেঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযান Best performance এর জন্য সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম’র হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। মঙ্গলবার (২৩ মার্চ) সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে শ্রেষ্ঠ অফিসারের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ তার হাতে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেন। এসআই হাবিবুর রহমান পিপিএমকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করায় রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। উল্লেখ্য যে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ইতিপূর্বে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ পদক (সাহসীকতা), আইজিপি ব্যাচ সহ সরকারের অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।