লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেছেন কোভিড ১৯ এর প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্ত আমরা জনগণ অসচেতন হয়ে পড়েছি। দেশে প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে অসুস্থ ও মারা যাচ্ছেন । তাই জনগণের এখনই সচেতন হওয়া জরুরী। বাংলাদেশ পুলিশ দেশ ব্যাপী মানুষ কে সচেতন করার নানা উদ্যোগ নিচ্ছে।
২২ মার্চ বিকাল ৪টায় সুনামগঞ্জ ট্রাফিক মোড়ে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কালে এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার মানুষ কে মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক পরিধান করলে কি কি সুফল এবং না পড়লে কি কুফল তা বুঝিয়ে বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন, ট্রাফিক ইন্সপেক্টর সামছুল ইসলাম,সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ইন্সপেক্টর নন্দন রায় ,ওসি ডিভি ইকবাল বাহার,ইন্সপেক্টর এজাজ আহমদ ইন্সপেক্টর মাহবুব, ডিবি সাব ইন্সপেক্টর আলীম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।