• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে জাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে ভাসমান বাংলাদেশী যুবকের লাশ

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২২, ২০২১
তাহিরপুরে জাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে ভাসমান বাংলাদেশী যুবকের লাশ

 

লতিফুর রহমান রাজু,  সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগর সীমান্তের ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট অংশে জাদুকাটা নদীতে ভাসমান এক বাংলাদেশী যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম সাইদুর রহমান(২৫)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়গোপ টিলাগাও গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় একজন কয়লা শ্রমিক।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, ২২ মার্চ সোমবার ভোরে  বিজিবির চোখকে ফাঁকি দিয়ে সীমান্ত নদী জাদুকাটার ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় কয়লা তোলতে যায়। পরে স্থানীয় লোকজন দুপুরে জানতে পারে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় ১ কিলোমিটার ভিতরে নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় রড়গোফ টিলাগাও গ্রামের সাইদুর রহমানের লাশ জাদুকাটা নদীতে ভাসমান অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়রা আরও জানান, সাইদুর রহমান আগে থেকেই  মৃগী রোগে আক্রান্ত  ছিল। তাদের ধারনা জাদুকাটা নদীতে কয়লা তোলার সময় সাইদুর রহমানের মৃগী রোগ উঠলে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আপনাদের মতো আমরাও শোনেছি ভারতের ভিতরে জাদুকাটা নদীতে বাংলাদেশী যুবকের লাশ ভাসমান অবস্থায় পড়ে রয়েছে। বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারে জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে।