• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় হামলায় ঘটনায় শাস্তির দাবীতে সুনামগঞ্জে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
শাল্লায় হামলায় ঘটনায় শাস্তির দাবীতে সুনামগঞ্জে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ ::সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাঠের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরহাজ¦ নুরুল হুদা মুকুট।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক,জেলা আওযামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এড. মলয় চক্রবর্তী রাজু,তৃণমূল নারীনেত্রী দিলারা বেগম, এড. সবেন্দ্র দেবনাথ বিপ্লব, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,মহানাম ব্রত চক্রবর্তী লিটন,   ও চন্দন কুমার দাস প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান নরুল হুদা মুকুট বলেছেন  এই ঘটনার সাথে মদদদাতাসহ যে বা যারাই জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।