• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর মিসবাহ সস্ত্রীক করোনা আক্রান্ত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর মিসবাহ সস্ত্রীক করোনা আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) রাতে এমপি পীর মিসবাহর বড় ভাই বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, তার স্ত্রী ছোটবোন মাসকুরা হোসাইন দীনার করোনা পজেটিভ। সবার কাছে দোয়া চাইছি।

মনটা ভারাক্রান্ত। বর্তমানে ভালো আছে, আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে। আমার ভাই বলে নয়, যে কেউ খোঁজ নিলে জানতে পারবেন তার মতোন নির্লোভ নিরাবরণ সাদাসাটা জীবনের সৎ এমপি আজকের রাজনীতিতে বিরল।

মানুষের ভালোবাসাই তার শক্তি। সাধারণ ভদ্র বিনয়ী আচরণ সবার সাথে তার। একবছর করোনাকালে ও বন্যায় তার এলাকায় মানুষের পাশে ছিলো সহযোগিতার হাত বাড়িয়ে।

উন্নয়ন কর্মকান্ড আর মানুষের অধিকার নিয়ে ছিল সোচ্চার। সংসদেও সরব ছিল। মহান সর্বশক্তিমান আল্লাহ তাদের রহম করুন। সবার কাছে দোয়া চাইছি।’