• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক থানার ৩ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা 

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
ছাতক থানার ৩ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা 

ছাতক প্রতিনিধি:ছাতক থানায় কর্মরত এসআই মোঃ দেলোয়ার হোসেন সুনামগঞ্জের মধ্যনগর থানায় বদলী, এসআই লিটন চন্দ্র রায় সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় বদলী, এসআই মোঃ ইয়াছিন মিয়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানায় বদলী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন। বিদায়ী অনুষ্ঠানে ছাতক থানায় কর্মরত সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেওয়া হয়।
পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হয়, পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে বদলী হওয়াটা স্বাভাবিক, নতুন কর্মস্থলের জন্য ৩ কর্মকর্তার জন্য শুভ কামনা রইল।