• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে ৩ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
ছাতকে ৩ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন

ছাতক প্রতিনিধি:ছাতকের ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। শুক্রবার ৩ ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ফয়েজুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলার নোয়ারাই, ভাতগাও ও সিংচাপইড় ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ১৩৬ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শুক্রবার (১৯ মার্চ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল আবেদীন আবুল, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সামছুর রহমান, মোশারফ হোসেন ও নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাছাইপর্বে বৈধ ঘোষণা করা হয়েছে। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থীরও মনোনয়নপত্র বৈধ হয়েছে। ভাতগাও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আওলাদ হোসেন, মোঃ গিয়াস মিয়া, উবায়দুল হক শাহীন, লিক্সন মিয়া ও মোঃ কবির মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন মোঃ সাহেল, আনোয়ার হোসেন, মোজাহিদ আলী, মোঃ রাসেল মিয়া, সায়েম আহমদ, মোঃ ফারুক মিয়া ও আব্দুল আহাদ তালুকদারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান, ৩ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সদস্য ও সদস্যা প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। ক’জনের মনোনয়নপত্রে সামান্য ভুল ত্রুটির বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে দিয়েছেন প্রার্থীরা। কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি।