• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকের নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২১
ছাতকের নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

 

ছাতক প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী ও আওয়ামীলীগ নেতা সামছুর রহমান। এর মধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও আওয়ামীলীগ নেতা সামছুর রহমান। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি নেতা মোশারফ হোসেন ও প্রবাসী মোঃ নাসির উদ্দিন। নোয়ারাই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪২ জন প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। শুক্রবার (১৯ মার্চ) মনোনয়ন পত্র বাছাই করা হবে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। দলীয় ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সদস্য-সদস্যাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৫ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।