• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকের ধারণ বাজার থেকে যুবক নিখোঁজ, খুঁজে পেতে সাহায্য করুন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২১
ছাতকের ধারণ বাজার থেকে যুবক নিখোঁজ, খুঁজে পেতে সাহায্য করুন

বিবিএন নিউজ ডেস্ক: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের,এক যুবক হারিয়ে গেছেন।  ফুরকানচক গ্রামের মোঃ আব্দুল মুসাব্বির এর পুত্র , কাতার প্রবাসী মোঃ জাবের আহমদ(২৪) নিখোঁজ রয়েছেন।   গতকাল বুধবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময়,ছাতক উপজেলাধীন স্থানীয় ধারন বাজার এলাকা থেকে নিখোঁজ হয়।সে কাতার প্রবাসী।  আত্মীয়স্বজন সহ-সকল পরিচিত জায়গায় যোগাযোগ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 01791317252/01788548687…
বাসা থেকে বেরিয়ে যাবার সময় তার পরনে জিন্স পেন্ট ও ফুল হাতা মাটিয়া রঙ এর শার্ট ও পায়ে সেন্ডেল  ছিল।