• ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ যুব লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৭, ২০২১
সুনামগঞ্জ যুব লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়েই দিনটি উদযাপন করা হ্য়। সকাল ৮ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতি তে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীগন।  পরে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন। জেলা যুবলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রমিজ বিপনীস্হ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ,সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার মঞ্জু, আজাদুল ইসলাম রতন  ,

কল্লোল তালুকদার , লুৎফুর রহমান নাইম, সুনামগঞ্জ সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহ সভাপতি গিয়াস উদ্দিন, কাওসার তালুকদার, পিন্টু বণিক, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ ইমন, হাসানুজজামান ইসপাহানী  ,।   ফরহাাদ  আহমদ  জেলা ছাত্রলীগ সভাপতি    দিপংকর দে,।পরে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ আতাউর রহমান লস্কর।